পারিবারিক বন্ধন দৃঢ় করতে সন্তানদের সময় দিতে হবে — শ্রম প্রতিমন্ত্রী
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ মুজিবুল হক বলেছেন, পারিবারিক বন্ধন দৃঢ় করতে সন্তানদের সময় দিতে হবে। সন্তানদের প্রতি যতœশীল হতে হবে। বিশ্ব শিশু দিবস উপলক্ষে আজ শিল্পকলা একাডেমিতে জাতীয় শিশু -কিশোর সংগঠন ‘আমরা কুঁড়ি আয়োজিত আলোচনা এবং শিশু -কিশোর সাংস্কৃতিক উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। শ্রম প্রতিমন্ত্রী বলেন, এখন থেকে কেউ চৌদ্দ বছরের নিচের কোনো শিশুকে কাজে লাগাতে পারবে না। শিশুদের অধিকার সুরক্ষায় সরকার বদ্ধপরিকর।
শিশুশ্রম নিরসনে প্রকল্প নেয়া হয়েছে। আগামীতে শিশুশ্রম নিরসনে মহাপরিকল্পনা গ্রহণ করা হবে। আমরা কুঁড়ির উপদেষ্টা সুফিয়া বেগমের সভাপতিত্বে অতিরিক্ত সচিব ও রাজউক এর সদস্য রোকনুদ্দৌলা, জনতা ব্যাংকের সাবেক পরিচালক ও বিশিষ্ট রাজনীতিবিদ বলরাম পোদ্দার, বিশিষ্ট সাংবাদিক কুদ্দুস আফ্রাদ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব খন্দকার ইসমাইল অনুষ্ঠানে বক্তৃতা করেন।