পাটেরব্যাগ সরবরাহ বিষয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত
বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) ও বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশন (বিসিএসএ) এর মধ্যে ৪৪৫ কোটি টাকার সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয় । হিমাগারে কৃষকদের আলু সংরক্ষণের জন্য ৫০ কেজি ধারণ ক্ষমতাসম্পন্ন ১০ কোটি ৬০ লক্ষ পিস পাটব্যাগ সরবরাহের বিষয়ে বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশন ও বাংলাদশে পাটকল করপোরেশনের মধ্যে আজ এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশনের পক্ষে বিসিএসএ’র ভাইস প্রেসিডেন্ট কামরুল হোসাইন গোর্কী এবং বাংলাদশে পাটকল করপোরেশনের পক্ষে বিজেএমসি’র সচিব মো. সালেহ উদ্দিন চুক্তিতে স্বাক্ষর করেন । এসময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব ফয়জুর রহমান চৌধুরী, বিজেএমসি’র চেয়ারম্যান ড. মাহমুদুল হাসান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আশ্রাফ আলীসহ বিজেএমসি এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।