পাটগ্রামে শ্রমিক কল্যান ফেডারেশনের চিকিৎসা সেবা
মো:জাহাঙ্গীর আলম রিকোঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থল বন্দরে শ্রমিক কল্যাণে প্রতিষ্ঠিত সংগঠন“ শ্রমিক কল্যাণ ফেডারেশন”। এ সংগঠনের মাধ্যমে স্থানীয় শ্রমিকদের
কর্মসংস্থানের যোগান, মজুরি ও তাদের চিকিৎসা সেবা দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় শ্রমিক সংগঠনটি শনিবার খয়বার হোসেন(৪০) নামের এক শ্রমিককে নগত ৫০ হাজার টাকার চিকিৎসা সেবা দিয়েছেন। খয়বার হোসেন জেলার পাটগ্রাম উপজেলার পশ্চিম জগৎবেড় গ্রামের ছকর উদ্দিনের পুত্র ও পাথর শ্রমিক। তিনি পাথর ভাঙ্গার কাজ করতে গিয়ে দীর্ঘদিন ধরে কিটনির সমস্যায় ভুগছেন। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডা: মো: রেজাউল আলমের চিকিৎসা নিচ্ছেন। ওই শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ছফর উদ্দিন অসুস্থ শ্রমিক খয়বার হোসেনকে চিকিৎসা সেবার জন্য নগদ ৫০ হাজার টাকা দান করেন। এসময় সংগঠনের সম্পাদক তহিদুল ইসলাম ও কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।