পাটগ্রামে পিএসএসএল গোল্ডকাপ টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
হাতীবান্ধা প্রতিনিধি, : লালমনিরহাটের পাটগ্রাম হেলিপ্যাড মাঠে পিএসএসএল গোল্ডকাপ টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এমপি ।উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য দেন পাটগ্রাম পৌরসভা চেয়ারম্যান শমসের আলী, পাটগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফি কামাল টারজান, ওসি সাজ্জাদ হোসেন,আয়োজক ও প্রত্যয়ী সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি জিয়াউর রহমান মিন্টু, সম্পাদক লুৎফর রহমান লাভলু প্রমুখ ।উল্লেখ্য প্রত্যয়ী সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির আয়োজনে টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় স্টেশন পাড়া একাদশ কে 8 উইকেটে হারিয়ে প্রানের 71 ক্রিকেট দল চ্যাম্পিয়ন হন।খেলা শেষে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন ।