পাইকগাছা সাব-রেজিস্ট্রী অফিসের নতুন ভবনের নির্মাণ কাজ শুরু; যাতায়াতের পথ নিয়ে বিপাকে ৫ পরিবার
নিজস্ব প্রতিনিধি ॥ পাইকগাছায় সাব-রেজিস্ট্রী অফিসের নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হওয়ায় যাতায়াত নিয়ে বিপাকে পড়েছেন প্রস্তাবিত এলাকার ৫টি পরিবার। ভবনের সম্পূর্ণ নির্মাণকাজ শেষ হলে আশপাশের ৫টি পরিবারের যাতায়াতের পথ বন্ধ হয়ে যাবে এমন আশংকা করছেন পরিবারগুলো। বিষয়টি বিবেচনায় নিয়ে নির্মাণ কাজ সম্পন্ন করার দাবী জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে জেলা রেজিস্ট্রার বরাবর আবেদন করা হয়েছে।
উল্লেখ্য, উপজেলা সদরের জেলা পরিষদ মার্কেটের পাশেই সাব রেজিস্ট্রী অফিস ভবন নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৩ মার্চ নতুন সাব-রেজিস্ট্রী অফিসের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর সম্প্রতি সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান নির্মাণ কাজ শুরু করেছেন। এদিকে অফিসের চারিপাশের সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু করায় অত্র এলাকার আশেপাশে দীর্ঘদিন বসবাসকারী সৌমিত্র সরকার, শংকর চক্রবর্তী, গোপাল ঘোষ, অজয় ঘোষ ও গাজী ফয়সাল রাশেদ সনি সহ ৫টি পরিবার উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
তাদের দাবী যেভাবে নির্মাণ কাজ চলছে তাতে আশেপাশে বসবাসকারী আমাদের ৫টি পরিবারের উত্তর ও পশ্চিম পাশের চলাচলের রাস্তা বন্ধ হয়ে যাবে। এমতবস্থায় অধিগ্রহণকৃত জমির উত্তর-পশ্চিম সীমানা বরাবর বসবাসকারীদের যাতায়াতের রাস্তা বহাল রেখে নির্মাণ কাজ সম্পন্ন করার দাবী জানিয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো।