পাইকগাছা সরকারি কলেজে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছা ,খুলনাঃ প্রতিনিধি ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পাইকগাছা সরকারি কলেজের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মিহির বরণ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, ফসিয়ার রহমান মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি। প্রভাষক মাসুদুর রহমান মন্টুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার বৈদ্য, প্রভাষক জামাল উদ্দিন, আব্দুর রাজ্জাক বুলি, তরুণ কান্তি মন্ডল, পাইকগাছা প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুগ্ম সম্পাদক এন ইসলাম সাগর, শিক্ষার্থী প্রচেতা জামান নিধি, জি এম ফয়সাল আশিকুজ্জামান, ওশিন, মিরাজ উদ্দিন ও সৌরভ। অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বঙ্গবন্ধু পরিবারের নিহত সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরাবতা পালন করা হয়।