পাইকগাছা থানা পুলিশের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র্যালি, আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযান

এস, এম, আলাউদ্দিন সোহাগ: পাইকগাছা থানা পুলিশের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র্যালি, আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার বিকালে থানা চত্বরে আলোচনা সভা ও পরে সচেতনতা র্যালি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সকালে থানা অভ্যন্তরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। ওসি মোঃ এমদাদুল হক শেখের সভাপতিত্বে পৃথক কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর।
প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় “প্রধানমন্ত্রীর নির্দেশ, ডেঙ্গু মুক্ত করবো দেশ” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ওসি (তদন্ত) রহমত আলী, সেকেন্ড অফিসার আবু সাঈদ, শিল্পপতি আলহাজ্ব মাসফিয়ার রহমান সবুজ, ব্যবসায়ী অখিল বন্ধু ঘোষ, প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, কাউন্সিলর শেখ মাহবুবর আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ ও যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, ষোলআনা ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি জিএম শুকুরাজ্জামান, কোষাধ্যক্ষ মৃত্যুঞ্জয় সরদার ও যুবলীগনেতা দীজেন্দ্রনাথ মন্ডল।