পাইকগাছা উপজেলা পরিষদের কোটি টাকা মূল্যের সম্পত্তি উদ্ধার
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ অবশেষে পাইকগাছা উপজেলা পরিষদের বেদখলকৃত কোটি টাকা মূল্যের সম্পত্তি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পাবলিক লাইব্রেরীর পাশের পরিষদের ২৫ শতক জায়গা উদ্ধার করে তা কাঁটা তার দিয়ে ঘেরা দেওয়া হয়। উদ্ধার অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল আউয়াল। উল্লেখ্য, পরিষদের প্রায় কোটি টাকা মূল্যের এ সম্পত্তির দীর্ঘদিন বেদখল ছিল। উদ্ধারকৃত সম্পত্তি বেশিরভাগ জলাশয় এবং উক্ত সম্পত্তি এলাকার কতিপয় লোক ভোগদখল করে আসছিল বলে প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।
(পরের খবর) নিখোঁজ সংবাদ (সন্ধান দিন) »