পাইকগাছা উপজেলা চেয়ারম্যানের হাড়িয়া ব্রীজের নির্মাণ কাজ পরিদর্শন
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ পাইকগাছার হাড়িয়া ব্রীজের নির্মাণকাজ পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। তিনি রোববার সকালে ব্রীজের নির্মাণ কাজের বিভিন্ন অংশ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মোঃ আবু সাঈদ, অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম, সাংবাদিক আব্দুল আজিজ, এন ইসলাম সাগর ও ঠিকাদারী প্রতিষ্ঠানের সাইফুল ইসলাম।
উল্লেখ্য উপজেলার গদাইপুর ও লতা ইউনিয়নের সীমান্তবর্তী হাড়িয়া নদীর উপর ৫ কোটি ৩৮ লক্ষ টাকা ব্যয়ে ৯৬ মিটার দৈর্ঘের ব্রীজ নির্মিত হচ্ছে। স্থানীয় সরকার বিভাগ এলজিইডি এর তত্বাবধায়নে ব্রীজটি নির্মাণ করছে খুলনার শামীম আহসান এন্ড জামিল ইকবাল (জেভি) ঠিকাদারী প্রতিষ্ঠান। ২০১৬ সালের এপ্রিল মাসে ব্রীজের কাজ শুরু হয় যা ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে শেষ হওয়ার কথা। তবে আগামী দুই মাসের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে ঠিকাদারী প্রতিষ্ঠান জানিয়েছেন। ব্রীজটি চালু হলে উপজেলা সদরের সাথে লতা ইউনিয়নবাসীর সরাসরী যোগাযোগ স্থাপন হবে।