পাইকগাছায় শিবসা নদী খননের দাবীতে মানববন্ধনসহ প্রধানমন্ত্রী বরাবর স্বারক্ষলিপি প্রদান
নিজস্ব প্রতিনিধি, পাইকগাছা (খুলনা)॥ পানি নিস্কাশনের পথ চাই, টিআরএম ছাড়া উপায় নাই্য়ঁড়ঃ; ও পাইকগাছায় মৃতপ্রায় শিবসা নদী খননের দাবীতে মানববন্ধন কর্মসুচিসহ প্রধানমন্ত্রীর নিকট স্বারক্ষলিপি প্রদান করা হয়েছে। সোমবার সকালে পাইকগাছা পৌর সদরে পানি কমিটির আয়োজিত মানববন্ধন কর্মসুচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীসহ হাজারো মানুষ এ কর্মসুচিতে যোগ দেন। উপজেলা পানি কমিটির সভাপতি সাংবাদিক জি,এ রশীদের সভাপতিত্বে অনুষ্টিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামিলীগের সদস্য সচিব মোঃ রশীজ্জামান, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় পানি কমিটির নেতা মুক্তিযোদ্ধা উপজেলা আ্ওয়ামিলীগ সদস্য আঃ রাজ্জাক মলঙ্গী, মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার অধ্যাপক মতলেব সরদার ও ত্রিদীব কান্তি মন্ডল, প্রভাষক ময়নুল ইসলামের সঞ্চলনায় বক্তব্য রাখেন পানি কমিটির নেতা শেখ আব্দুল হান্নান, সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, শেখ সাদেকুর রহমান, সাংবাদিক মিজানুর রহমান, রেজাউল করিম, মুক্তিযোদ্ধা তোকারম হোসেন টুকু, কাউন্সিলর তৈয়েবুর রহমান, স্নেহেন্দু বিকাশ, এম মোসলেম উদ্দীন, প্রভাষক মোঃ আবু সাবহা সহ বিভিন্ন শ্রেনী ও পেশার মানুষ। এ কর্মসুচি শেষে পানি কমিটির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুলতানার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্বরক্ষলিপি পাঠানো হয়।