প্রধান মেনু

পাইকগাছায় মুক্তিযোদ্ধাসহ ১৪৩ পরিবারের মাঝে পানির ট্যাংক বিতরণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ পাইকগাছা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ১৬ মুক্তিযোদ্ধা সহ ১৪৩ পরিবারের মাঝে রেইন ওয়াটার হার্ভেস্টার (পানির ট্যাংক) বিতরণ করা হয়েছে। পিআরডব্লিউএসপি অগ্রাধিকার প্রকল্পের আওতায় এ পানির ট্যাংক বিতরণ করা হয়। সোমবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকেউপকারভোগীদের মাঝে পানির ট্যাংক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না।

এ সময় উপস্থিত ছিলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরেরউপ-সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা তোকাররম হোসেন টুকু, জামিরুল ইসলাম, আব্দুল মাজেদ, টিসিটি অরুন ঢালী, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ ও সাধারণ সম্পাদক এম. মোসলেম উদ্দীন আহম্মেদ।