প্রধান মেনু

পাইকগাছায় মাসিক আইন শৃংখলা ও মানবপাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ পাইকগাছা উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা ও উপজেলা মানবপাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও ডাঃ মোঃ আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, ওসি (তদন্ত) রহমত আলী, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, কওছার আলী জোয়াদ্দার, গাজী জুনায়েদুর রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল বারিক, প্রাক্তন অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা এসএম শহিদুল্লাহ, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর,প্রভাষক ময়নুল ইসলাম ও গ্রাম আদালত প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক মহিদুল ইসলাম। সভায় ২৮ ফেব্র“য়ারী লতা ইউপি’র উপনির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে বলে ভারপ্রাপ্ত ইউএনও জানান। তিনি বলেন, নির্বাচনে বিজিবি,র‌্যাব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে। নির্বাচনে কেউ কোন প্রকার প্রভাব বিস্তার করার সুযোগ পাবে না। সভায় এইচএসসি পরীক্ষা কেন্দ্রের শিক্ষক পরিবর্তন সহ মাদকের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।