প্রধান মেনু

পাইকগাছায় মাটি খুড়ে মিলল পাকিস্তান আমলের ৩২টি গ্রেনেড

এস,এম, আলাউদ্দিন সোহাগ, পাইকগাছা (খুলনা) ॥ খুলনার পাইকগাছায় মাটি কাটার সময় পরিত্যাক্ত অবস্থায় পাকিস্তান আমলের ৩২টি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১০টায় উপজেলার ভিলেজ পাইকগাছার পূর্ব বিলের সবুর সরদারের ছেলে কামালের ঘের থেকে এগুলো উদ্ধার করা হয়। পাইকগাছা থানার এস,আই আবু আল-বাশার জানান, সকাল ১০টার দিকে উক্ত স্থানে ঘেরের রাস্তা তৈরী করছিল স্থানীয় দিনমজুর। এ সময় মাটির নিচ থেকে একটি কাঠের বাক্স উদ্ধার করে রেজাউল গাজী, রফিকুল গাজী, মালেক সরদার ও রফিকুল সরদার। বাক্সটি কোদালের কোপে ভেঙ্গে গেলে তারা গ্রেনেডগুলো সনাক্ত করে। যা পাকিস্তান আমলের বলে জানা যায়। স্বাধীনতা যুদ্ধের সময় সেগুলো মাটিতে পুঁতে রাখা হয়েছিল বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে। ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে মুক্তিযোদ্ধাদের জ্যোতিষ ক্যাম্প ছিল বলে জানা যায়। রিপোর্ট লেখা পর্যন্ত র‌্যাব-৬ এর বোমা নিস্ক্রীয় দল ঘটনাস্থলে পরীক্ষা-নিরীক্ষা করেন। এ ব্যাপারে ওসি এমদাদুল হক শেখ বলেন, উদ্ধারকৃত গ্রেনেডগুলো থানা হেফাজতে রাখা হবে।