প্রধান মেনু

পাইকগাছায় বজ্রপাত ও সড়ক দূর্ঘটনায় নিহত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ পাইকগাছায় বজ্রপাত ও সড়ক দূর্ঘটনায় নিহত ৩ ব্যক্তির পরিবারকে সরকারি আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নিজ কার্যালয়ে নিহত পরিবারের প্রত্যেককে সহায়তার ২০ হাজার টাকার চেক প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, প্রকল্প বাস্তবায়ন অফিসের সবুর খান ও সাইফুল ইসলাম। বজ্রপাতে নিহত ব্যক্তিরা হলেন, গজালিয়া গ্রামের মান্নান ফকির ও সিলেমানপুর গ্রামের সাদ্দাম গাজী এবং সড়ক দূর্ঘটনায় নিহত ব্যক্তি হলেন, গজালিয়া গ্রামের হাবিবুর রহমান সানা।