প্রধান মেনু

পাইকগাছায় বই-পাঠ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ গণগ্রন্থাগার অধিদপ্তরের বাস্তবায়নাধীন “অনলাইনে গণগ্রন্থাগার সমূহে ব্যবস্থাপনা ও উন্নয়ন” প্রকল্পের আওতায় পাইকগাছা উপজেলা প্রশাসন ও বিভাগীয় গণগ্রন্থাগার, খুলনার যৌথ উদ্যোগে উপজেলা পর্যায়ে বই-পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক অঞ্জলী রাণী শীল, শিক্ষক আব্দুল ওহাব, অমিত রায়, আব্দুস সালাম, উজ্জ্বল কুমার বিশ্বাস, বীরেন্দ্র জিৎ কর্মকার, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ ও পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ।