পাইকগাছায় প্রথম বারের মত জাতীয় ভোটার দিবস পালিত
এস,এম, আলাউদ্দিন সোহাগ, পাইকগাছা (খুলনা) ॥ পাইকগাছায় র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রথম বারের মত জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। নির্বাচন কমিশন ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শুক্রবার সকালে এক বর্ণাঢ্য র্যালী পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্ত্বরে ইউএনও (ভারপ্রাপ্ত) ও দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজের পরিচালনায় “ভোটার হব, ভোট দেব” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সমবায় কর্মকর্তা আব্দুস সাত্তার, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, পরিসংখ্যান কর্মকর্তা মোজাফফার হোসেন, প্রভাষক কুসুম কলি সরকার, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, যুগ্ম সম্পাদক এন. ইসলাম সাগর, দপ্তর সম্পাদক ¯হেন্দু বিকাশ, নির্বাচন অফিসের হিমাংশু প্রকাশ বিশ্বাস, বাবু কুমার সরকার ও মোহাম্মদ আলী ফকির। জাতীয় ভোটার দিবসে ১৮ বছর পূর্ণ বয়সের ব্যক্তিদের নতুন ভোটার করা হয়।