পাইকগাছায় পানিই জীবন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি ॥ পাইকগাছায় র্ডধসঢ়;প পানিই জীবন প্রকল্পের আওতায় ২০১৮-১৯ অর্থ বছরের পানি ও স্যানিটেশন খাতে ইউনিয়ন পরিষদের ঘাটতি বাজেট পূরণ প্রসঙ্গে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে পানিই জীবন প্রকল্প কার্যালয়ে ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এফএমএ রাজ্জাক, অধ্যক্ষ আজহার আলী। পানিই জীবন প্রকল্পের উপজেলা কো- অর্ডিনেটর মোঃ আবু সায়েম হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সূচনা পত্র পাঠ করেন, বাজেট মনিটরিং ক্লাবের সভাপতি অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম।
বক্তব্য রাখেন, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক আলাউদ্দীন রাজা, শিক্ষক আব্দুল ওহাব, অরুণ ঢালী, ইজাহার আলী, খুকু মনি, লাকি আক্তার, নূর নাহার পারভীন, সঞ্জীব সরকার, মুন্নি আক্তার ও আরিফুল ইসলাম।