প্রধান মেনু

পাইকগাছায় নিরাপদ অভিবাসন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব  প্রতিনিধি ॥ পাইকগাছায় নিরাপদ অভিবাসন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পানিই জীবন প্রকল্পের আওতায় অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) এর উদ্যোগে বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, এসআই নাজমুল হাসান।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, ওকাপের প্রকল্প ব্যবস্থাপক আকিব দীন আনোয়ার। বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, কওছার আলী জোয়াদ্দার, গাজী জুনায়েদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, মুক্তিযোদ্ধা রণজিৎ কুমার সরকার, শিক্ষক খালেকুজ্জামান, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মোজাহার আলী ও ওকাপের ফিল্ড অফিসার আজিজুল হক।