পাইকগাছায় ঝড় ও বৃষ্টিতে ব্যাপক ক্ষয়-ক্ষতি
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ পাইকগাছায় মৌসুমী ঝড় ও বৃষ্টিতে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। সোমবার দিনভর গুড়ি গুড়ি বৃষ্টি ও বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় জনজীবন বিপর্যস্থ হয়ে পড়ে। সোমবার দিনগত ভোর রাত সাড়ে ৪টার দিকে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়। প্রায় আড়াই ঘন্টা বজ্র সহ বৃষ্টিপাতের পাশাপাশি প্রচন্ড ঝড় হয়। মৌসুমী এ ঝড় বৃষ্টিতে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়। বৃষ্টিতে এলাকার বিভিন্ন ইট-ভাটার ইট নষ্ট হয়ে লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে। অসংখ্য ঘর-বাড়ির চাল উড়ে গেছে। কোথাও কোথাও বিদ্যুতের খুঁটি, ভেঙ্গে ও উপড়ে গেছে অসংখ্য গাছ পালা। পৌর সদরের লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রে ঝড়ে বিদ্যুতের একটি খুঁটি ভেঙ্গে যায় এবং বেশ কিছু গাছ উপড়ে যায়। আবু সাঈদ জানান, সরল ৫নং ওয়ার্ডে ড্রাইভার রবিউল ইসলামের একটি টিনের ঘর উড়ে যায়। উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম জানান, কিছু গাছ পালা ভেঙ্গে যাওয়ায় কিছুটা ক্ষতি হলেও বৃষ্টির কারণে তরমুজ ও ধান চাষের জন্য উপকার হয়েছে। এদিকে সোমবার গুড়ি গুড়ি বৃষ্টিপাতের ফলে দিনভর এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করে। সড়কের বিভিন্ন স্থানে পানি জমে চলাচল বিঘিœত হয়। পাশাপাশি সারাদিন বিদ্যুৎ না থাকায় জনজীবন বিপর্যস্থ হয়ে পড়ে। বৈদ্যতিক সংশ্লিষ্ট সকল কাজ স্থবির হয়ে যায়। সন্ধ্যার দিকে আবহাওয়া অনেকটাই স্বাভাবিক দেখা যায়।