প্রধান মেনু

পাইকগাছায় কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ পাইকগাছায় উন্নয়ন সংস্থা রূপান্তরের উদ্যোগে কিশোর-কিশোরীদের জন্য সু-স্বাস্থ্য ও সুরক্ষিত পরিবেশ প্রতিষ্ঠা কর্মসূচির আওতায় উপজেলা পর্যায়ে কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কিশোর-কিশোরী সুরক্ষা কমিটির সভাপতি কাউন্সিলর আসমা আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না।

বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, শ্যামল কুমার ঘোষ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, কাউন্সিলর কবিতা দাশ, গাজী আব্দুস সালাম, এস,আই অখিল রায়, কিশোর-কিশোরী সুরক্ষা কমিটির সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. মোসলেম উদ্দীন আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক এস,এম, আলাউদ্দিন সোহাগ, রূপান্তরের সহকারী সমন্বয়কারী শরিফুল বাসার ও গোলাম মোস্তফা।