পাইকগাছায় আবারও আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অগ্নিকান্ড
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ পাইকগাছায় আবারও আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে দলীয় কার্যালয়সহ পাশ্ববর্তী আরো ৪টি দোকান পুড়ে ভুষ্মিভুত হয়েছে। বুধবার গভীর রাতে আলমতলা মাদ্রাসামোড়ে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জুলিয়া সুকায়না, থানা পুলিশ ও নৌকা প্রতীকের প্রার্থী মোঃ আক্তারুজ্জামান বাবুসহ উপজেলা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকাবাসী সূত্রে জানাগেছে, বুধবার গভীর রাতে লস্কর ইউপির আলমতলা মাদ্রাসা মোড়ে অবস্থিত আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা মাদরাসার মাইকে ঘোষনা দিলে লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। প্রায় দু’ঘন্টা ধরে চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু এরমধ্যে দলীয় কার্যালয়সহ পাশ্ববর্তী দুটি চায়ের দোকান ও একটি সেলুন দোকান সম্পূর্ণ পুড়ে ভুস্মিভুত হয়ে যায়। এছাড়া একটি বড় মুদির দোকানের অর্ধেকের বেশী অংশ পুড়ে যায়। এর প্রতিবাদে দলীয় নেতাকর্মী, ব্যবসায়ী ও এলাকাবাসী প্রতিবাদ মিছিল করেছে। এ ব্যাপারে ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, এ ঘটনায় (এ রিপোর্ট লেখা পর্যন্ত) থানায় এখনো কেউ অভিযোগ করেনি।