পাইকগাছায় আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত
নিজস্ব প্রতিনিধি ॥ পাইকগাছায় আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে “ট্রান্সফরমিং গর্ভানেন্স টু রিলাইজ দি সাসটেনেবল ডেভেলপমেন্ট গোলস” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র শিকারী, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুগ্ম সম্পাদক এন ইসলাম সাগর, সিএ গোলাম সরোয়ার, আব্দুল হাই, কার্তিক হালদার, আব্দুল বারি, দিপংকর মন্ডল, বিকাশ মন্ডল ও সরোয়ার হোসেন।