প্রধান মেনু

পাইকগাছায় আওয়ামীলীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব  প্রতিনিধি ॥ পাইকগাছায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, কেক কাঁটা ও আলোচনা সভার মধ্য দিয়ে আওয়ামীলীগের ৬৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শনিবার সকালে দলীয় কার্যালয়ে আওয়ামীলীগনেতা মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রাজ্জাক মলঙ্গীর সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগনেতা রতন ভদ্র, ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার, রুহুল আমিন বিশ্বাস, দিবাকর বিশ্বাস, জেলা পরিষদ সদস্য নাহার আক্তার, বিজন বিহারী সরকার, আফসার উদ্দীন মোল্লা, গোলক বিহারী মন্ডল, মুক্তিযোদ্ধা জামাত আলী, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুনছুর আলী গাজী, নির্মল ঢালী, জেলা যুবলীগনেতা শেখ আনিছুর রহমান মুক্ত, যুবলীগনেতা শেখ সোহরাওয়ার্দ্দী, শেখ মাসুদুর রহমান, আব্দুল মজিদ বয়াতী, মিনারুল ইসলাম, প্রণব কান্তি মন্ডল, আজিবর রহমান, জগদীশ চন্দ্র রায়, সরদার জালাল উদ্দীন, শেখ মোসলেম উদ্দীন, শেখ অদুদ, আসিফ ইকবাল রনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক তানজিম মোস্তাফিজ বাচ্চু, মাসুদ পারভেজ রাজু ও রায়হান পারভেজ রনি।