পাইকগাছার সোলাদানা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান মহামিলন মেলায় পরিণত
নিজস্ব প্রতিনিধি ॥ বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, পুরস্কার ও ক্রেস্ট বিতরণ, স্মরণিকা প্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে পাইকগাছার ঐতিহ্যবাহী সোলাদানা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গোটা বিদ্যালয় এলাকা সাজানো হয় বর্ণিল সাজে, আলোক সজ্জায় সজ্জিত করা হয় প্রধান ফটক ও বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান সমূহ। মঙ্গলবার সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিদ্যালয় মাঠে সমবেত হয় ১৯৮২ সাল থেকে ২০১৮ সাল ব্যাচের শত শত শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর বিভিন্ন ব্যাচের শত শত শিক্ষার্থীরা স্কুল জীবনের সহপাঠি একে অপরকে পেয়ে মেতে ওঠেন আনন্দ উল্লাসে।
পুরাতন বন্ধুদের সাথে অনেকেই ছবি তোলেন, অনেকেই সেলফির মাধ্যমে প্রিয় সহপাঠীদেরকে ক্যামেরা বন্দি করেন। প্রাক্তন শিক্ষার্থীদের আনন্দ আর উল্লাসে পুর্নমিলনী অনুষ্ঠান পরিণত হয় মহামিলন মেলায়। অনুষ্ঠানে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় নিহত সকল প্রতিষ্ঠাতা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদেরকে। প্রধান শিক্ষক আমিনুর রহমানের সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সোলাদানা ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এসএম এনামুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, প্রভাষক হিমাংশু কুমার বৈরাগী, জীবেষ রায়, ইউপি সদস্য বিএম আরেফিন আলী, আনিছুর রহমান সানা, ঠাকুর দাশ সরকার, আবুল কাশেম, কল্যাণী মন্ডল, নাছিমা খাতুন, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, শিক্ষক আব্দুল গফুর বিশ্বাস, শহিদুল্লাহ মিস্ত্রী, অসীম কুমার সানা, পরিমল চন্দ্র মন্ডল, গৌরাঙ্গ ঢালী, প্রতিমা ব্যানার্জী, লতিকা ঢালী, জুবায়ের হোসেন, আয়োজক কমিটির আহবায়ক বিপ্লব মন্ডল, সদস্য সচিব সবুজ। বক্তব্য রাখেন, প্রথম এ-প্লাস প্রাপ্ত শিক্ষার্থী তন্নী রানী সানা, রাজেস ঢালী, মিতা মন্ডল, কাকুলী ইয়াসমিন, পম্পা, মুন্নি খাতুন, রাবেয়া ও সাথী। অনুষ্ঠান পরিচালনা করেন প্রাক্তন শিক্ষার্থী মোশারফ হোসেন ও লিঙ্কন ঢালী। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের জনপ্রিয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।