পাইকগাছার সরল দীঘিরপাড় স্কুলে জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ জেলা তথ্য অফিসের উদ্যোগে পাইকগাছার সরল দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম প্রকল্পের আওতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাংবাদিক মোঃ আব্দুল আজিজের সভাপতিত্বে উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল। স্বাগত বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মোঃ মেহেদী হাসান। বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক আশুতোষ কুমার মন্ডল, শিক্ষক ফাতেমা খাতুন, ছায়রা খাতুন, মুজিবর রহমান, আমজাদ আলী গাজী, অভিভাবক রেশমা খাতুন, রোজিনা খাতুন ও সাথী সুলতানা। অনুষ্ঠানে জারিগান পরিবেশন করেন আব্দুল মজিদ বয়াতী।