পাইকগাছার রাড়–লী সেন্ট্রল কো-অপারেটিভ ব্যাংকে ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার পাইকগাছার রাড়–লী সেন্ট্রল কো-অপারেটিভ ব্যাংক লিঃ এর ত্রি- বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার সকালে অনুষ্ঠিত নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় জাতীয়পার্টির কেন্দ্রীয় সদস্য ও উপজেলা সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর আবারো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। অন্যান্যরা হলেন, সহ-সভাপতি সন্তোষ কুমার সরদার, পরিচালক ইব্রাহিম গাজী ও দিলিপ কুমার ঢালী। সরকার মনোনীত ২জন সদস্য কয়েকদিনের মধ্যে ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনার জানান। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেন খুলনা জেলা সমবায় অফিসের পরিদর্শক আব্দুস সালাম, সহকারী ছিলেন উপজেলা সমবায় অফিসের পরিদর্শক দিপক জোয়াদ্দার, মোর্তজা জামান আলমগীর রুলু ।