প্রধান মেনু

পাইকগাছার বাতিখালী চর বনায়নে বন্য পাখি সংরক্ষণে মাটির পাত্র স্থাপন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ পাইকগাছার বাতিখালী চর বনায়নে বন্য পাখি সংরক্ষণে মাটির পাত্র স্থাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে পৌর সদরের শিব্ধসঢ়;সা নদীর চরের বাতিখালী চর বনায়নে বিভিন্ন ধরণের মাটির পাত্র স্থাপন করা হয়। উল্লেখ্য, ২০১৪-১৫ সালে পৌরসভার শিববাটী থেকে শিব্ধসঢ়;সা ব্রিজ পর্যন্ত সাড়ে ৫ হেক্টর চরভরাটি জমিতে উপকূলীয় বনায়ন করা হয়। সুন্দরবন ভিত্তিক লবণ সহিষ্ণু বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়।

গত কয়েক বছরে চর বনায়নটি মিনি সুন্দরবনে পরিণত হয়েছে। বনায়নের গাছে আশ্রয় নিয়েছে বিভিন্ন প্রজাতির বন্য পাখি। পাখিদের নিরাপদ আশ্রয়ের জন্য বাতিখালী চর বনায়ন সমিতির উদ্যোগে বনায়নের গাছে গাছে স্থাপন করা হয়েছে বিভিন্ন ধরণের মাটির পাত্র। মঙ্গলবার সকালে মাটির পাত্র স্থাপনকালে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান, উপজেলা বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ফরিদ উদ্দীন, উপজেলা সমন্বয়কারী আসমাউল হুসনা, চর বনায়ন সমিতির সভাপতি জিএমএম আজাহারুল ইসলাম, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, প্রণব সরদার, জামিনুর ইসলাম, রফিকুল ইসলাম ও নিমাই সহ বনায়ন সমিতির সদস্যবৃন্দ।