পাইকগাছার কৃতি সন্তান ডাঃ কওসার আলীর দখিনা সম্মাননা পদক লাভ
পাইকগাছা, খুলনা প্রতিনিধি॥ দখিনা পদক সম্মাননা লাভ করেছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ মুহাম্মদ কওসার আলী গাজী। চিকিৎসা সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ খুলনার সামাজিক সংগঠণ দখিনার পক্ষ থেকে গত ২২ মার্চ বিজ্ঞানী পিসি রায়ের বসত বাড়ীতে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা পদক প্রদান করা হয়। উল্লেখ্য, ডাঃ মোঃ কওসার আলী গাজী পেশায় একজন শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক। তিনি ১৯৬৮ সালের ১৬জুন পাইকগাছা উপজেলার রাড়–লী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মৃত আলহাজ্ব আব্দুর গফুর গাজী, মাতা মরহুমা নুরজাহান বেগম। কওসার আলী ১৯৮৩ সালে প্রথম বিভাগে এসএসসি, ১৯৮৫ সালে এইচএসসি প্রথম বিভাগে এবং ১৯৯৪ সনে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন।
১৯৯৮ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে শিশু শিক্ষার উপর ডিসিএইচ (স্নাতকোত্তর) এবং ঢাকা শিশু হাসপাতাল থেকে জাতীয় অধ্যাপক ডাঃ এম.আর খানের তত্ত্বাবধানে ২ বছর মেয়াদী শিশু কোর্সের উপর উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। ১৯৯৮ সালে তিনি সাতক্ষীরা শিশু হাসপাতালে জুনিয়র কনসালট্যান্ট কাম প্রধান কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এরপর তিনি সৌদি সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ৬ বছর বিভিন্ন হাসপাতালে দায়িত্ব পালন করেন। তিনি খুলনা শিশু হাসপাতালে কনসালট্যান্ট ও আদ-দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী অধ্যাপকের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি সিএসএস আব্দুল ওয়াদুদ মেমোরিয়ালে সিনিয়র কনসালট্যান্ট হিসেবে কর্মরত আছেন। ২০০৭ সালে তিনি পৌর সদরের নুরজাহান মেমোরিয়াল হাসপাতাল প্রতিষ্ঠা করেন।
প্রতিষ্ঠার পর হতে তিনি ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এ পর্যন্ত ১০ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসবা সেবা প্রদান করেন। ১৯৯৮ সাল থেকে ২১ বছর ধরে বৃহত্তর খুলনাঞ্চলের শিশুদের চিকিৎসবা সেবা প্রদান করে আসছে। নিজ গ্রাম রাড়–লীতে নুরানী হিফজ মাদসারা ও এতিমখানা প্রতিষ্ঠান করেন। নিরাপদ মাতৃত্ব ও শিশু লাপন- পালন বিষয়ক ইয়ের প্রকাশক তিনি। ফাতেমা তুজ জোহরা মহিলা মাদরাসার সভাপতি সহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। তিনি ময়মনসিংহের বৃহত্তর খুলনা সমিতির ২বার সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকাস্থ খুলনা সমিতির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন ডাঃ মোহাম্মদ কওসার আলী।