প্রধান মেনু

পাঁচবিবিতে ৪৮ বোতল ফেন্সিডিলসহ আটক ১

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে মাদক বিরোধী অভিযানে ৪৮ বোতল ফেন্সিডিলসহ একজনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত হাকিমপুর উপজেলার মধ্যবাসুদেবপুর (মালোপাড়া) গ্রামের বেলাল শেখের ছেলের শাকিল রেজওয়ন (মহন) (১৯)। থানা সুত্রে জানা যায়,গতকাল বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি থানা অফিসার ইনচার্জ বজলার রহমানের নেতৃত্বে এসআই আমিনুর ইসলামসহ সঙ্গী ফোর্স নিয়ে উপজেলার বাগজানা ইউনিয়নের পশ্চিম রামচন্দ্র গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় ৪৮ বোতল ফেন্সিডিলসহ মহনকে আটক করে। আটককৃত মহনকে প্রচলিত মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে জেল-হাজতে পাঠানো হয়েছে।