পাঁচবিবিতে ১ কেজি সোনাসহ একজন আটক

স্টাফ রিপোর্টারঃ আজ সোমবার সকালে ভারত সীমান্ত ঘেষা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চেচড়া সীমান্ত এলাকা থেকে ১ কেজি সোনাসহ সোহেল রানা (২৪) নামের এক সোনা পাচারকারীকে আটক করেছে বিজিবি টহল দল।সোহেল পার্শ্ববর্তী বাগজানা গ্রামের মৃত নূর মোহাম্মদ ছেলে। জয়পুরহাট বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) কয়া ক্যাম্পেরটহল দল গোপন সংবাদে জিরো পয়েন্ট এলাকায় সোহেলকে চ্যালেঞ্চ করে। এসময় তার দেহ তল্লাশী করে ১ কেজি সোনা উদ্ধার করা হয়। জয়পুরহাট ২০ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল রাসেদ মোঃ আনিসুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
« শেখ হাসিনার কারামুক্তি দিবস কাল (পূর্বের খবর)