প্রধান মেনু

পাঁচবিবিতে হুমকী দিয়ে টাকা নিয়ে মামলা দায়েরের অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি থানার এএসআই শাহ আলম-২ বিষু নামের এক মুরগী ব্যবসায়ীকে আটক ও হুমকী দিয়ে ২৫ হাজার টাকা নেয়ার অভিযোগে মঙ্গলবার জেলা পুলিশ সুপার তাকে পুলিশ লাইনে ক্লোজ করেছেন। অভিযোগে জানা যায়, অত্র উপজেলার বাগজানা ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের মুরগী ব্যবসায়ী মোঃ বিষুকে ৩ জুন রবিবার দিবাগত রাত এক টার দিকে পাঁচবিবি থানার এ,এস,আই শাহ আলম-২ থানায় নিয়ে আসে এবং তার স্ত্রী মোছাঃ চায়না বেগমের কাছে এক লক্ষ টাকা দাবী করে। টাকা না দিলে ইয়াবা দিয়ে মামলা দেয়ার হুমকী দেন। পরের দিন সকালে ২৫হাজার টাকা নিয়ে থানায় এসে উক্ত এএসআইকে টাকা দেন চায়না বেগম। টাকা পাওয়ার পরও উক্ত এএসআই তাকে বলেন বেশী কথা বললে তোকেও আটকে রাখবো। ৪ জুন এঘটনা জয়পুরহাট পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন মোছাঃ চায়না বেগম। এএসআই শাহ আলম-২ টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, তার কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল পাওয়া গেছে। এ অভিযানে ওসি স্যার সঙ্গে ছিলেন। মামলার বাদী হয়েছেন এসআই মোখলেছুর রহমান। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ হোসেন বলেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।