পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
মোঃ বাবুল হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান শিক্ষার্থী সমিতির নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি রেজাউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাঁচবিবি পৌরসভার মেয়র জনাব হাবিবুর রহমান হাবিব, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ও মুক্তিযুদ্ধ গবেষক আমিনুল হক বাবুল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাঁচবিবি পৌরসভার প্যানেল মেয়র নুর হোসেন, শিক্ষার্থী সমিতি উপদেষ্টা শ্যামল কুমার সরকার, প্রভাষক রবিউল ইসলাম, নুর আলম লেমন,পুলক চন্দ্র দাস, মোজাফফর হোসেন মোহন,এ্যাড বাবুল রবি দাস, এটিএম জাহিদুর রহমান, ফিরোজ হোসেন ফাইন প্রমূখ।
উল্লেখ্য যে, ১৯৮৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত দীর্ঘ ৩৫ বছর ধরে শিক্ষার্থী সমিতি পাঁচবিবিতে নানা উন্নয়ন মূলক কর্মকান্ড পালন করে আসছে। তার মধ্যে শিক্ষা বৃত্তি, কৃতিমুখ সংবর্ধনা,ঈদ পুনর্মিলনী,জাতীয় সকল দিবস পালন,বার্ষিক বনভোজন, বৃক্ষ রোপন উল্লেখযোগ্য।