প্রধান মেনু

পাঁচবিবিতে র‌্যাবের অভিযানে ২২৫ বোতল ফেন্সিডিলসহ আটক-২

মোঃ বাবুল হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে ২২৫ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল সহ ২ জন মাদক ব্যবসায়ী কে আটক করেছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক সহকারী পুলিশ সুপার আজমল হোসেন জানায়, গতকাল বৃহস্প্রতিবার বিকালে উপজেলার রামভদ্রপুর এলাকায় অভিযান চালিয়ে চটের বস্তায় লুকিয়ে রাখা ২২৫ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল ও মাদক-কেনা বেচার ২১, হাজার ৫শ টাকা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটকৃতরা হলো উপজেলার রামভদ্রপুর গ্রামের শফি উদ্দিনের পুত্র আব্দুল্লাহ আল মামুন(২০) এবং একই গ্রামের তসলিমের পুত্র শরিফুল ইসলাম রানা(২২) । আটককৃতদের মাদক আইনে গ্রেফতার দেখিয়ে পাঁচবিবি থানায় সোর্পদ করেন।