পাঁচবিবিতে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিন পালন
মোঃ বাবুল হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ আজ রবিবার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়। এ উপলক্ষ্যে একটি আনন্দ র্যালী শহরের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিন শেষে উপজেলা স্মৃতি সৌধে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিবুল আলমের সভাপতিত্বে আলোচনা
সভায় বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, থানার অফিসার ইনচার্জ বজলার রহমান, ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন, পৌর প্যানেল মেয়র নূর হোসেন, বালিঘাটা ইউপি চেয়ারম্যান নূরুজ্জামান চৌধুরী বিপ্লব, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার আলহাজ্ব মিছির উদ্দিন মন্ডল, কাইছার রহমান প্রমুখ। পরে কুইজ
প্রতিযোগিতা, চিত্রাংকন, রচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।
এছাড়া এ দিবস উপলক্ষে উপজেলা, পৌর ও কলেজ শাখার উদ্যোগে বারোয়ারী চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. সামছুল আলম দুদু।