প্রধান মেনু

পাঁচবিবিতে প্রাথমিক বিদ্যালয়ের মিলাদ জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা

মোঃ বাবুল হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ আজ ১৭ ই ফেব্রুয়ারী সকাল ১১টায় পাঁচবিবি উপজেলার বাগজানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ মাহফিল ও জিপিএ ৫ প্রাপ্ত ছাত্র/ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সভাপতি রাসেল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নামজুল হক।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আতিকুর রহমান ও আঃ জলিল । প্রধান শিক্ষিকা কানিজ ফাতেমা, বিশিষ্ট মুক্তিযোদ্ধা আঃ কাদের, বাগজানা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোবারক আলী মন্ডল, বাগজানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইমদাদুল হক, বাগজানা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হাফিজার রহমান, সাবেক ব্যাংকার আলহাজ্ব মহফেল উদ্দিন মন্ডল, বাগজানা দাখিল মাদ্রাসার সুপার মোঃ আনোয়ার হোসেন প্রমূখ। অনুষ্ঠানে ২০০১৮ সালের পিএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ১৪জন ছাত্র/ছাত্রীর হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। বিদ্যালয়ের সংশ্লিষ্টরা জানান লেখাপড়ার মান উন্নয়নে এ বিদ্যালয় প্রতিবছর মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য ক্রেস্ট প্রদান অব্যাহত থাকবে।