প্রধান মেনু

পাঁচবিবিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আজ বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পাটাবুকা সুইচগেট পাড়ায় পুকুরে ডুবে নিশান নামের আড়াই বছরের এক শিশু মারা গেছে। সে এলাকার নূর আলমের ছেলে। জানা যায়, দুপুর দুই’টার দিকে নিশান ছোট ছেলেদের সাথে বাড়ির পার্শ্বে পুকুরের ধারে খেলা করার এক পর্যায়ে পানিতে পড়ে যায়। পরে পাঁচবিবি ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা শিশুকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা দেন। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ফরিদ হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন।