প্রধান মেনু

পাঁচবিবিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটরে পাঁচবিবি উপজেলার রায়পুর পানিতে ডুবে মরিয়ম (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সকাল সাড়ে ১১টায় ঘটনাটি ঘটে। নিহত শিশু মরিয়ম বগুড়ার সোনাতলা উপজেলার কাঠমিস্ত্রি মামুন হোসেনের মেয়ে। এলাকাবাসী জানায়, সোমবার দুপুরে এলাকার অন্য ছেলে মেয়েদের সঙ্গে গোসল করতে পুকুরে যায়।

গোসল করে অন্যরা পানি থেকে উঠে আসার সময় নিহত মরিয়মের শরীর তাদের পায়ে লেগে যায়। এসময় শিশুদের চিৎকারে লোকজন এগিয়ে এসে পুকুর থেকে তাকে উদ্ধার করে দ্রত মহিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তবরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পাঁচবিবি থানার ওসি মো. বজলার রহমান বিষয়টি অবগত নয় জানান।