পাঁচবিবিতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট)প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার লকনাহার গ্রামে পুকুরের পানিতে ডুবে আমির হামজা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলের দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশু একই উপজেলার লকনাহার গ্রামের জয়নাল আবেদিনের ছেলে ।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বাড়ীর পাশের পুকুর পাড়ে অন্য শিশুদের সাথে খেলার সময় সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে যায় আমির হামজা। কিছুক্ষণ পর তার পরিবার শিশুটিকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর পুকুরে ভাসতে দেখে, পরে তাকে উদ্ধার করে পাঁচবিব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তারিখঃ ১৮/০৬/১৯ ইং বিদ্যূত না থাকায় ন্ধিসঢ়;উজ পাঠাতে বিলম্ব হইল।