পাঁচবিবিতে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা
মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে কড়িয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার দশম শ্রেণির এক ছাত্রীকে (১৬) ধর্ষণের চেষ্ঠায় ব্যর্থ হয়ে গালে কামড় দিয়ে পালিয়েছে এক বখাটে। বখাটে নাজমুল হক উপজেলার পশ্চিম কড়িয়া গ্রামের আবুল কাশেমের ছেলে। ওই ছাত্রীকে আহত অবস্থায় রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।ওই ছাত্রী জানায়,গত দুই বছর ধরে মাদ্রাসায় যাতায়াতের সময় নাজমুল হক তাকে উত্ত্যক্ত করে আসছিল। গতকাল বৃহস্পতিবার রাত ৯ টার দিকে বাথারুমে গেলে নাজমুল পেছন থেকে জাপটে ধরে গালে কামড় দিয়ে পালিয়ে যায়। মাদ্রাসার শিক্ষক আবুজার বলেন,ওই ছাত্রী একাধিকবার মৌখিক অভিযোগ দিয়েছিল। নাজমুল কে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু সে বুঝ মানেনি।
এ নিয়ে একাধিকবার মাদ্রাসায় বৈঠকও হয়েছে। অধ্যক্ষ আনিছুর রহমান বলেন,লিখিত অভিযোগ না পাওয়ায় কোন ব্যবস্থা নিতে পারিনি। মেয়ের বাবা জানায়,আমার মেয়ের গায়ে কলঙ্কের দাগ লাগাবে মর্মে নাজমুল আমাকে মুঠোফোনে হুমকি দিত। আমি মূর্খ মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণ শুনে উদ্বুদ্ধ হয়ে মেয়েকে শিক্ষিত করতে গিয়ে আজ এই করুন পরিণতি। আমি এর বিচার চাই। পাঁচবিবি থানার ওসি মোঃবজলার রহমান বলেন,বিষয়টি জানার পর একজন অফিসারকে পাঠিয়েছিলাম। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।