পাঁচবিবিতে গাজা সহ নারী আটক
নিজস্ব প্রতিনিধিঃজয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মঠপাড়া গ্রাম থেকে নাজনীন আক্তার (৩০) নামে এক মাদকবিক্রেতা নারীকে ১৬ কেজি গাজাসহ আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে ১০ টার দিকে তাকে আটক করা হয়। আটকৃত নারী উপজেলার মঠপাড়া গ্রামে মানিক মন্ডলের স্ত্রী। পাঁচবিবি থানার আফিসাস ইনচার্জ (ওসি) ফরিদ হোসেন জানন, নাজনীন অনেক আগে থেকেই মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। মঠপাড়া গ্রামে মাদক বেচাকিনা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে অভিযান চালিয়ে ১৬ কেজি গাজা সহ তাকে আটক করা হয়। এ ব্যাপারে জয়পুরহাট থানায় মামলা করা হয়েছে বলেও জানান ওসি।
« নড়াইলে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা সজিব নিহত।। (পূর্বের খবর)
(পরের খবর) আইনমন্ত্রী জেনেভা যাচ্ছেন যোগ দিতে শ্রম সম্মেলনে »