প্রধান মেনু

পাঁচবিবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

মোঃ বাবুল হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ আজ বৃহস্পতিবার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মহান ২১ শে ফেব্রুয়ারী যথাযোগ্য মর্যাদার সহিত পালিত হয়। ১২ টা ১মিনিটে কেন্দ্রীয় স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুস্প অর্পন করে। শহরের প্রধান প্রধান সড়কে প্রভাত ফেরী প্রদক্ষিণ শেষে স্মৃতিসৌধ্য চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিবুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন পাঁচবিবি পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার আলহাজ্ব মিছির উদ্দিন মন্ডল, কাইছার রহমান, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মীর রেজাউল করিম, পাঁচবিবি এলবিপি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ। পরে চিত্রাংকন, রচনা, উপস্থিত বক্তব্যে বিজয়ীদের পুরুস্কার বিতরণ করা হয়।