প্রধান মেনু

পাঁচবিবিতে আন্তজার্তিক শ্রমিক দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি পাঁচবিবি (জয়পুরহাট)ঃ  আজ মঙ্গলবার জয়পুরহাটের পাঁচবিবিতে আন্তজার্তিক শ্রমিক দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সংযুক্ত শ্রমিক ফেডারেশনের আয়োজনে শোভা যাত্রা শেষে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সংগঠনের সভাপতি সায়েম উদ্দিন সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল আলম। বক্তব্য রাখেন পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, সহকারী কমিশনার (ভূমি) হেদায়েতুল ইসলাম প্রমুখ। এছাড়া রিক্সা ও ভ্যান শ্রমিক কল্যাণ সমিতির আয়োজনে শোভা যাত্রা শেষে খালেকুল ইসলাম বকুলের সভাপতিত্বে কৃষি ব্যাংক এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংযুক্ত শ্রমিক ফেডারেশনের আওয়াতাভুক্ত শ্রমিক সংগঠনগুলির মধ্যে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, হোটেল শ্রমিক ইউনিয়ন, কুলি শ্রমিক, বয়লারর ও চাতাল শ্রমিক, সেলুন শ্রমিক, দোকান কর্মচারী ও খাদ্যগুদাম শ্রমিক ইউনিয়ন অনুষ্ঠানে অংশ নেন। শেষে মধ্যহ্ন ভোজ অনুষ্ঠিত হয়।