পল্লী জনপদ নির্মাণ প্রকল্প সফলভাবে এগিয়ে চলছে — মশিউর রহমান রাঁঙ্গা
গ্রামীণ জনগোষ্ঠীর জীবন মানোন্নয়ন ও আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা সম্বনিত সমবায় ভিত্তিক ‘পল্লী জনপদ’ নির্মাণ প্রকল্প সফলভাবে এগিয়ে চলছে। প্রাথমিক পর্যায়ে ৮টি বিভাগে ১টি করে চারতলা ভবন নির্মাণ করা হচ্ছে। প্রতিটি ভবনে ২৪০টি পরিবার বসবাস করতে পারবে। ইতিমধ্যে ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কাজ পুরোদমে এগিয়ে চলছে। চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগে শিগ্ধসঢ়;্ধসঢ়;গিরই কাজ শুরু করা হবে।
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ আজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের চলমান উন্নয়ন কর্মকান্ডের পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব তথ্য তুলে ধরেন। এ সময় বিভাগের সচিব এস এম গোলাম ফারুকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক আগ্রহে কৃষি জমির অপচয় রোধ, খাদ্য নিরাপত্তা ও উন্নত আবাসন সুবিধা প্রদানে প্রকল্পটি নেয়া হয়েছে। এ প্রকল্পের প্রত্যেকটিতে ৭টি গবাদি পশুর শেড, বায়োগ্যাস প্লান্ট, পানি সংরক্ষণ, জৈবসার উৎপাদন, উপকারভোগীদের প্রশিক্ষণ ও ঋণদানের ব্যবস্থা থাকবে।