প্রধান মেনু

পল্লী উন্নয়ন একাডেমীসমূহের কার্যক্রমের মাধ্যমে দারিদ্র্য দূর হবে — এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, পল্লী উন্নয়ন একাডেমীসমূহের মাধ্যমে গবেষণা ও প্রশিক্ষণ প্রদান করলে গ্রামীণ জনপদের দারিদ্র্যবিমোচন হবে এবং তা দেশের উন্নয়নে জোরালো ভূমিকা রাখবে।

মন্ত্রী আজ বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ার ৪৪তম বোর্ড সভায় সভাপতির বক্তব্যে এ সব কথা বলেন।

সভায় অন্যান্যের মধ্যে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. হাবিবুর রহমান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. প্রশান্ত কুমার রায়, পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ার মহাপরিচালক এম এ মতিনসহ বোর্ডের অন্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানকে উত্তরাঞ্চলসহ সারা দেশের পল্লী জনপদের উন্নয়নে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে। পল্লী অর্থনীতিকে বেগবান ও জীবনযাত্রার মান উন্নয়নে একাডেমীকে যুগোপযোগী গবেষণা কার্যক্রম পরিচালনা করে তার প্রয়োগ নিশ্চিত ও গুণগত প্রশিক্ষণ প্রদান করতে নির্দেশনা প্রদান করেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী, কুমিল্লার আদলে প্রতিষ্ঠিত পল্লী উন্নয়ন একাডেমীসমূহ সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ভিশন ২০২১ ও ভিশন ২০৪১ বাস্তবায়নে ভূমিকা রাখবে।

সভায় ভূ-পৃষ্ঠের পানির ব্যবহার বাড়ানোর জন্য প্রযুক্তির উদ্ভাবন, পুকুর খনন ও তা সারা দেশে ছড়িয়ে দেয়ার জন্য নির্দেশনা দেন। তিনি আরডিএ, বগুড়া কর্তৃক উদ্ভাবিত কমিউনিটি বায়োগ্যাস প্লান্ট প্রকল্প আকারে সারা দেশে ছড়িয়ে দেয়ার বিষয়ে সকলকে আশ^স্ত করেন। মন্ত্রী পল্লী দারিদ্র্যবিমোচনে একটি বাড়ি একটি খামার, সমবায় অধিদপ্তর, বিআরডিবি ও পল্লী উন্নয়ন একাডেমীসমূহকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, প্রতিষ্ঠানসমূহের গতিশীলতা বৃদ্ধিতে বোর্ড সভাসমূহ নিয়মিতভাবে নিজস্ব ভেন্যুতে অনুষ্ঠানে মন্ত্রীর নির্দেশনা মোতাবেক এ সভাটি আরডিএ, বগুড়াতে অনুষ্ঠিত হয়।