পল্লীকবি ভবনকে জসীম উদ্দীন একাডেমি হিসেবে গড়ে তোলা যেতে পারে — সংস্কৃতিমন্ত্রী
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ‘পল্লী কবির পরিবারের পক্ষ থেকে উপযুক্ত প্রস্তাব পেলে কমলাপুরস্থ পল্লীকবি ভবনকে কবি জসীম উদ্দীন একাডেমি হিসেবে গড়ে তোলা যেতে পারে। তিনি বলেন, এটি আমার স্মৃতিমাখা একটি ভবন। এখানে স্বাধীনতা পূর্ববর্তীকালে আমার বহুবার আসা হয়েছে; কারণ, কবির তৃতীয় পুত্র ফিরোজ আনোয়ারের সঙ্গে ছিল আমার গভীর বন্ধুত্ব। কবির স্মৃতি রক্ষার্থে ইতোমধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা ফরিদপুরে কবি জসীম উদ্দীন স্মৃতিকেন্দ্র ও জাদুঘর প্রতিষ্ঠা করেছি।’
মন্ত্রী আজ রাজধানীর কবি জসীম উদ্দীন রোডস্থ আসমানী ভবনে পল্লীকবি জসীম উদ্দীন পরিবার আয়োজিত ‘আমার মওদুদ আর্ট গ্যালারি ও পল্লীকবি জসীম উদ্দীন, মমতাজ বেগম জসীম উদ্দীন এবং আসিফ মওদুদের ভালবাসার স্মৃতিমাখা গ্রন্থাগার’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। আসাদুজ্জামান নূর বলেন, রাজনীতিবিদরা দেশ গঠনে কাজ করেন। কিন্তু সেটি পূর্ণাঙ্গ হয় না, যদি তাঁদের পাশে কবি, শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতি কর্মী, বিজ্ঞানী ও গবেষকরা না থাকেন।
প্রখ্যাত চিত্রশিল্পী মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, ব্যারিস্টার মওদুদ আহমদ ও বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু বক্তৃতা করেন। উল্লেখ্য, বাংলাদেশ লোকসংগীত পরিষদ কর্তৃক ৪টি গান পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর পল্লীকবি রচিত কবিতা আবৃত্তি করে শোনান বিশিষ্ট আবৃত্তিকার ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও কবি নীলুফার হক। অনুষ্ঠান উপস্থাপনা করেন কবি জসীম উদ্দীনের মেয়ে হাসনা মওদুদ জসীম উদ্দীন।