প্রধান মেনু

শিক্ষামন্ত্রীর সাথে ছাত্রলীগ নেতৃবৃন্দের বৈঠক

ঢাকা সফররত গাম্বিয়ার পর্যটন মন্ত্রী হামাত বাহ ও সিয়েরালিওন এর পর্যটন উপমন্ত্রী উইলিয়াম আই কে রবিনসন আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলীর সাথে বৈঠক করেন। বৈঠকে গাম্বিয়া ও সিয়েরালিওন উভয় দেশের পর্যটন মন্ত্রীই ঢাকা- ওআইসি সিটি অভ ট্যুরিজম উদযাপন উপলক্ষে তাদের আমন্ত্রণ জানানোয় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। সফররত দুই দেশের পর্যটন মন্ত্রীই পর্যটনের উন্নয়নে বাংলাদেশের সাথে যৌথভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী বাংলাদেশ সফরের জন্য তাদের ধন্যবাদ জানান। ওআইসিভুক্ত সকল দেশের সমন্বিত চেষ্টায় সদস্য দেশগুলোর পর্যটন আন্তর্জাতিক বাজারে আরো শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন।