প্রধান মেনু

পরীক্ষায় অসদুপায় অবলম্বনে সহায়তার দায়ে ২ জনের কারাদন্ড

পরীক্ষায় অসদুপায় অবলম্বনে সহায়তার অভিযোগে আজ ঢাকার মোহাম্মদপুরে লালমাটিয়া থেকে দুইজনকে গ্রেফতার ও কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ সকালে কলেজ অভ্ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (কোডা)-এর উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সিফাত জেসমিন নূর এইচএসসি পরীক্ষার উদ্ভিদবিজ্ঞান বিষয়ের পরীক্ষার্থীদের মোবাইলে এসএমএসে প্রাপ্ত প্রশ্ন সমাধান করে দিচ্ছিলেন। এ সময় সাদা পোশাকধারী পুলিশ ও ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা মোবাইল ফোনসহ পরীক্ষার্থী মো. মেহেদী হাসান ও উক্ত শিক্ষিকাকে হাতেনাতে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করেন।
ভ্রাম্যমাণ আদালত কোডা কলেজের শিক্ষিকা সিফাত জেসমিন নূরকে ২ বছর এবং পরীক্ষার্থী
মো. মেহেদী হাসানকে ১ মাসের কারাদন্ড প্রদান করে।