পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটি সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, মোঃ মোজাম্মেল হোসেন, দীপংকর তালুকদার, নাজিম উদ্দিন আহমেদ, জাফর আলম এবং মোঃ রেজাউল করিম বাবলু বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকের শুরুতে নবনির্বাচিত কমিটির সদস্যগণের সাথে কর্মকর্তাগণের শুভেচ্ছা বিনিময় হয়। সংসদে উত্থাপিত ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) বিল, ২০১৯ নিয়ে বৈঠকে বিস্তারিত পর্যালোচনা করা হয়। আলোচনা শেষে বিলটিতে প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, পরিমার্জন এবং পরিবর্ধন শেষে জাতীয় সংসদে পাশের জন্য উত্থাপনের সুপারিশ করা হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।