প্রধান মেনু

পররাষ্ট্রমন্ত্রী ৬-৮ মে কাতার সফর করবেন

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ বিন আব্দুর রহমান বিন জাসেম আল থানী-এর আমন্ত্রণে আগামী ৬-৮ মে কাতারে সরকারি সফর করবেন। তাঁর এ সফরকালে কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াবলী, আন্তর্জাতিক পরিস্থিতি এবং দু’দেশের মধ্যে সম্পর্ক বৃদ্ধি করার বিষয়ে আলোচনা হবে। আরো যে সকল বিষয় প্রাধান্য পাবে সেগুলো হচ্ছে সামগ্রিক অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্যের প্রসার, বিনিয়োগ বৃদ্ধি ও মানবসম্পদ উন্নয়ন ইত্যাদি।

সফরকালে পররাষ্ট্রমন্ত্রী কাতারের শ্রমমন্ত্রী, জ্বালানি ও শিল্পমন্ত্রী এবং কাতারের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠন কাতার চেম্বারের নেতৃবৃন্দের সাথে বৈঠক করবেন। তিনি এ সফরকালে সে দেশে আরো দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য কাতার সরকারকে অনুরোধ জানাবেন। তিনি কাতার সফরকালে শিক্ষা, সংস্কৃতি ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা করবেন। এছাড়া তিনি দোহাস্থ বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ কমিউনিটি স্কুলের কার্যক্রম পরিদর্শন করবেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী ২০০৯ সালে কাতারে দ্বিপাক্ষিক সফর এবং ২০১২ সালে আন্তর্জাতিক সভায় অংশগ্রহণের জন্য কাতার সফর করেন যা দু’দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন দিগন্তের উন্মেষ ঘটায়। আশা করা যাচ্ছে পররাষ্ট্রমন্ত্রীর এ সফরের মাধ্যমে দু’দেশের সম্পর্ক আরো জোরদার ও সম্প্রসারিত হবে ।