প্রধান মেনু

পবিত্র কাবাঘরে কুকুরদিয়ে ফেসবুকে দেয়ায় সদরপুরে দোকানপাট ও বসত বাড়ি ভাংচুর

ফরিদপুর(সদরপুর): ফরিদপুরের সদরপুর উপজেলার হাটকৃষ্ণপুর বাজারের কস্পিউটার ব্যবসায়ী বিষ্ণপদ মালু (২৮) নামের এক কস্পিউটার ব্যবসায়ীর বিরুদ্ধে পবিত্র কাবাঘরের উপর কুকুর পায়খানা করার ছবি ফেসবুকে ছেড়ে দেয়ার অভিযোগে তার ব্যবসা প্রতিষ্টান ও বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটে। গতকাল সকাল অনুমান ১০টায় প্রায় ৫শতাধিক ধর্মপ্রান মুসলিম জনতা ও মুসুল্লীরা উক্ত ঘটনা ঘটায় । খবর পেয়ে সদরপুর থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ ঘটনা স্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে
অতিরিক্ত পুলিশ সুপার ভংগা সার্কেল গাজী রবিউল ইসলাম ও উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, নিবার্হী অফিসার পূরবী গোলদার ঘটনা স্থান পরিদর্শন করে। পুলিশ অভিযুক্ত বিষ্ণপদ মালুকে জিজ্ঞাসা বাদের জন্য আটক করেছে। ঘটনা নিয়ে বর্তমানে হিন্দু সম্প্রদায় ও ধর্মপ্রান মুসলমানদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরনের সংঘর্ষ বাধার সম্ভাবনা রয়েছে। ঘটনা স্থানে পুলিশ মোতায়ন করা হয়েছে। সরেজমিনে তথ্য সংগ্রহকালে জানা গেছে, গতকাল সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত বিষ্ণপদ মালুর ই-মেইল আইডি থেকে বিভিন্ন নম্বরের ফেসবুকে পবিত্র কাবাঘরের ওপর কুকুরে পায়খানা করার ছবি ও ছবি শেয়ার করার অণুরোধ জানিয়ে মেসেস দেয়া হয়। উক্ত ঘটনা বাজারের ব্যবসায়ী মহল ও ধর্মপ্রান মুসুল্লীদের মধ্যে ছড়িয়ে পড়লে বিষ্ণপদর কৃষ্ণপুর বাজারের কম্পিউটার দোকান ও জেলে পাড়ার বাড়ি ঘর- দরজা ভাংচুর করে বিভিন্ন শ্লোগান দেয়া হয়। অভিযুক্তকে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানানো হয়।

সদরপুর(ফরিদপুর)